বাগধারা || বিসিএস বাংলা লিখিত পরীক্ষার ও সকল চাকরির প্রস্তুতি || BCS Bangla



Adorsho-Pathshala, adorso patsala, adorsho patshala, adorsho, patshala,adarsa pathsala, BCS ,bd job,bd jobs, BCS Written, BCS Notes, বিসিএস লিখিত পরীক্ষা বিসিএস বাংলা লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর (১০ম থেকে ৩৭তম পর্যন্ত ) পর্ব -Adhyanyon.com, bcs preparation Bangla,bank job preparation book pdf Bangladesh,online model test bd, online bcs coaching,bd study, bcs group study,bank job coaching, online exam for job, bcsstudy.com: BCS, Bank, Govt. NTRCA Job Preparation Online BD Govt Job, Preparation, BCS Exam Preparation, বিসিএস- বাংলা Job Preparation BD, Preparation, Bank Job Model Tests, BCS Preparation, Bank Jobs Preparation, BD Government Job Preparation, Diploma Exam, Engineering Job ... চাকরির খবর সকল চাকরির প্রস্তুতি(Job & Study Solution). Govt Jobs, BCS, Bank & Admission MCQ Question Practice & Exam
বাগধারা || BCS, বিসিএস বাংলা লিখিত পরীক্ষার ও সকল চাকরির প্রস্তুতি

 




বাগধারা

বাগধারা: বাগধারা বা বিশিষ্টার্থক শব্দের অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি। এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ।
বাগধারার সাহায্যে নতুন এবং বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গাঠত হয়। একে বাগ্বিধি  ও বলা হয়। ইংরেজিতে এদের ইডিয়ম' (Idiom) বলে। বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ। যা মূলত ভাষা বিশেষের ঐতিহ্য।
বাগধারার কখনাে তার ব্যবহারিক অর্থের সাথে আভিধানিক অর্থের মিল থাকে, কখনাে মিল থাকে না।
বাগধারা দুই প্রকার:
১. বাচ্যার্থক: যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত হয়, তাকে বাচ্যার্থক বাগধারা বলে। যেমন- কাঁচা আম (অপরিপক আম)
২. লক্ষ্যার্থক: যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে, অন্য অর্থ বুঝায় তাকে লক্ষ্যার্থক বাগধারা বলে। যেমন- অধ চন্দ্র (ঘাড়ধাক্কা )।
অকালপক্ক  - ইঁচড়ে পাকা।
অকাল কুষ্মান্ড  - অপদার্থ।
অকালের বাদলা - অপ্রত্যাশিত বাধা।
অকাশ কুসুম - অসম্ভব জিনিস। 
অন্ধের যষ্টি/নড়ি - অপরিহার্য/একমাত্র অবলম্বন। 
অন্ধকারে থাকা - কিছু না জানা
অন্ধ বিশ্বাস - যুক্তিহীন ও বিবেচনাহীন প্রবল বিশ্বাস।
অন্ধভক্তি - যুক্তিবর্জিত গভীর ভক্তি। 
অকূলে কুল পাওয়া - নিরুপায় অবস্থা হতে উদ্ধার পাওয়া।
অক্ষরে অক্ষরে - সম্পূর্ণভাবে।
অন্ন ধ্বংস করা - অপচয়।
অূল পাথার - ভীষণ বিপদ।
অগস্ত্য যাত্রা - শেষ বিদায়।
অগ্নি অগ্নিশর্মা - ক্ষিপ্ত।
অগ্নিপরীক্ষা- কঠিন পরীক্ষা।
অগাধ জলের মাছ - অত্যন্ত কৌশলী।
অগ্নিগর্ভ - বলিষ্ঠ।
অগত্যা মধুসূদন - অনন্যোপায় হয়ে।
অক্ষর-পরিচয়- সামান্য বিদ্যা/বর্ণপরিচয়/বর্ণজ্ঞান।
অগতির গতি - নিরূপায়ের সহায়, অসহায়ের আশ্রয়।
অন্ন মারা - জীবিকা বন্ধ করা।
অকুলে ভাসা - ভীষণ সংকটে পড়ে দিশেহারা হওয়া।
অস্থিচর্মসার - শরীরে কেবল হাড় ও চামড়া আছে এমন অবস্থা প্রাপ্ত।
অজগর বৃত্তি - আলসেমি।
অনাসৃষ্টি, অনাসৃষ্টি কাণ্ড - উদ্ভট কাজকর্ম।
অষ্টরম্ভা  - কাঁচকলা, ফাকি, কিছুই না।
অষ্ট কপাল - হতভাগ্য।
অষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ।
অজ পাড়াগাঁ - একেবারে গ্রাম।
অনলে জল পড়া - ক্রোধ প্রশমিত হওয়া, রাগ পরে যাওয়া।
অস্থির পঞ্চক/পঞ্চম- কিংকর্তব্যবিমূঢ়তা।
অনভ্যাসের ফোটা - অনভ্যন্ত সৌভাগ্য। 
অগাকান্ত, অগারাম, অগাচন্ডি - একেবারে নির্বোধ, নিরেট বােকা।
অক্ষয় বট - প্রাচীন ব্যক্তি।
অকাল বােধন - অসময়ে আবির্ভাব।
অদ্ধিসন্ধি - ফাঁকফোকর/গােপন তথ্য।
অগা মেরে যাওয়া - বােকা হয়ে যাওয়া, অকর্মণ্য হয়ে যাওয়া।
অক্ষয়ভান্ডার - যে ভাণারের ধন কখনাে ফুরায় না।

                                                                      চলবে.............

বাগধারা || বিসিএস বাংলা লিখিত পরীক্ষার ও সকল চাকরির প্রস্তুতি || BCS Bangla বাগধারা || বিসিএস বাংলা লিখিত পরীক্ষার ও সকল চাকরির প্রস্তুতি || BCS Bangla Reviewed by Engr. Muhammad Azam (Rony) on জুন ২৯, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.